আমাদের প্রতিনিধিঃ-
মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলা তন্তর ইউনিয়নের রুসদি গ্রামের বাসিন্দা মৃত শ্রী রাধা বল্লব দাসের কুমারি কন্যা সুইটি দাস (১৮) কলেজ ছাত্রির ঝুলন্ত মৃত দেহ অদ্য ১৫ই ফেব্রুয়ারী ২০২০ইং ভোর আনুমানিক ৬.৩০ ঘটিকায় প্রতিবেশী পরিমল দাসের গোয়ালঘড় সংলগ্ন আম গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বাড়ীর মালিক ভোরে গোয়াল ঘরে গবাদী পশু দেখ ভালের জন্য প্রবেশর পথে হঠাৎ আম গাছে ঝুলন্ত অবস্থায় যুবতির লাশ দেখতে পায় এবং তাহার চিৎকারে প্রতিবেশী লাশের আত্মিয়স্বজন সেখানে উপস্থিত হয়ে ঝুলন্ত সুইটির পরিচিতি নিশ্চিত করেন। অতঃপর বিষয়টি তাৎক্ষনিক শ্রীনগর থানাকে অবহিত করলে পুলিশ পরিদর্শক এস.আই. রকিবুল হাসান ৩জন অধিনস্থদের নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের সুরতেহাল তথ্য লিপিবদ্ধ ও ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে লাশ প্রেরন করেন। ঘটনা প্রসংগে সংবাদ প্রতিনিধি ভিকটিম পরিবর ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে-গত ১২ই ফ্রেব্রুয়ারী ২০২০ইং রাতে একদল মাক্স পড়া দূর্বৃত্ত পরিবারকে অস্ত্রের মুখে জিম্মিকরে সুইটিকে অপহৃন করে। ফলে তাহারা সেই রাতে আইন প্রশাসনকে অভিযোগ জানালে পুলিশ বিষয়টি তাৎক্ষনিক গুরুত্ব পদক্ষেপ গ্রহন না করাতে দূর্বৃত্তরা সুইটিকে ৩দিন পাষাবীক নির্যাতন ও নির্মম হত্যার পর প্রতিবেশীর আম গাছে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা হিসাবে অপপ্রচারনা চালাচ্ছে। এই বিষয় প্রতিনিধি অদ্য সন্ধায় থানার ও/সির সাথে যোগাযোগে জানতে পারেন যে-ময়না তদন্ত তথ্য মোতাবেক মৃত্যুর রহস্য আত্মহত্যা হিসাবে ধারনা করছেন। ও/সি আরো নিশ্চিত করেন যে-সুইটির সাথে স্থানিয় মুসলমান যুবকের প্রেম ভালোবাসা গড়ে উঠার কারনে ধর্মীয় অনুভূতি ও পারিবারিক দন্দের সৃষ্টির ফলে সুইটি বাধ্য হয়ে আত্ম হত্যার পথ বেছে নিয়েছে। তবে পুলিশ থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করে ঘটনার সুষ্ট তদন্ত কার্যক্রম পরিচালোনর বিষয় নিশ্চিত করেন।