নিজস্ব প্রতিবেদক:
গতকাল বৃহস্পতিবার ৩০শে ডিসেম্বর ২০২১ইং দুপুর আনুমানিক ১.৩০ ঘটিকায় নবাবগঞ্জ আন্ধারকোঠা গ্রামের বাসিন্দা ও ওলেমালীগনেতা মৃত হাজী মোঃওসমান আজহারের ছোট পূত্র ও ওলেমালীগ সদস্য মাহমুদ আজহার (৪০) কে হিন্দু পাড়ায় দূর্বৃত্তরা প্রকাশ্যে গুলি বিদ্ধকরে নির্মম হত্যা যজ্ঞ চালায়। এই নির্মম বর্বরোচীত হত্যার বিষয় প্রতিনিধি এলাকাবাসিদের জিজ্ঞসাবাদে জানতে পারেন যে, ভিকটিমের সাথে স্থানিয় জামায়েত শিবির ও সংখ্যা লঘুদের দীর্ঘদিন যাবৎ ধর্ম ও সম্পত্তি সংক্রান্ত গুরুতর দন্দ ও শত্রুতা চলমান ছিল। ফলে দুপুরে ভিকটিম মাহমুদ আজহার হিন্দু পাড়ার পাশদিয়ে আলগা বাজারে যাওয়ার সময় প্রতিশোধ পড়ায়ন মাক্স পরিহিত ৭/৮জন দূর্বৃত্তরা সুযোগ মোতাবেক তাকে হামলা চালায়। ফলে ভিকটিম জীবন বাচাতে দৌড়ে শ্রী সামভো রাজবংশির বাড়ীতে আশ্রয় নিলে তারপূত্র পলাশ পূর্বের শত্রুতারজের হিসাবে দূর্বৃত্তর হাতে মাহমুদকে তুলে দিলে ঘটনাস্থলে তারা গুলিবিদ্ধকরে হত্যাকান্ড সংঘঠিত করে পালিয়ে যায়। ঘটনাটি দ্রুত এলাকায় জানাজানি হলে আন্ধারকোঠা গ্রামের মসজিদের ইমাম সাহেব ও ভিকটিমের বড় ভাই জনাব মৌওলা: মাসুদ আজহার ঘটনাস্থলে উপস্থি হয়ে ভাইয়ের মৃত দেহ শনাক্ত করেন। কিছুখনের মধ্যে নবাবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক উপস্থিত হয়ে সুরতেহাল তথ্য ও তাৎক্ষনিক লাশকে ময়না তদন্তর জন্য ঢাকা মেডিক্যালে প্রেরন করেন এবং স্থানিয় লোকজনদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আলামত জব্দ করেন। অত:পর এই হত্যার প্রেক্ষাপট গুরুত্বসহ বিবেচনার মাধ্যমে ভিকটিমের বড় ভাই ইমাম মৌওলা: মাসুদ আজহার সাহেব বাদী হয়ে সন্দেহভাজন ৯জনের বিরুদ্ধে থানায় মামলা রজুকরেন। যাদের মধ্যে ১। হাফিজ মোঃ রেজওয়ান (২২/২৩), পিং-মৌওলা: সবির উদ্দিন, ২।মোঃ সাফিন আহমেদ (২০/২১), পিং-মোঃ দৌলত মিয়া, ৩। হাসিবুল হক (২২/২৩), পিং-জাফর উদ্দিন, ৪। ইমাম হাসান (২১/২২), পিং-মৃত সরিফ উদ্দিন, ৫। সাফুল আলম (৩৫/৩৬), পিং-মোঃসালাউদ্দিন, ৬। আইনুল হক (২৩/২৪), পিং-উসমান গনি, ৭। রবিউল হোসেন (৩৪/৩৫), পিং-আনোয়ার হোসেন, ৮। পলাশ রাজবংশি (৩৩/৩৫), পিং-শ্রী সামভো রাজবংশি, ৯। দ্বীপক দাস (২৭/২৮), পিং-শ্রী পশুরাম দাস, সাং-সকলে আন্ধোরকোঠা ও গালিমপুর গ্রামের স্থায়ি বাসিন্দা এবং ৩জন আসামি স্থানিয় মাদ্রাসার শিক্ষক ও ৪ ছাত্র হিসাবে চিহ্নিত হয়েছে। পুলিশের সাথে প্রতিনিধি যোগাযোগে জানতে পারেন যে-গত সন্ধায় থানায় হত্যা মামলা রুজু হয়েছে এবং আসামিদের গ্রেফতার তৎপড়তা চলমান আছে তবে এখনো কোন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। এই হত্যা কান্ডের বিষয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ধারনা করছেন যে-নিশিদ্ধ জামায়েত শিবিরের নেতকর্মিদের সাথে আওয়ামী ওলেমালীগের রাজনৈতীক ও ধর্মীয় প্রভাব বিস্তার এবং সংখ্যা লঘুদের সম্পত্তি জোর ভোগদখল দিয়ে দীর্ঘদিন যাবৎ জটিলতা সমস্যা চলমান। তিনি নিশ্চিত করেন যে এই হত্যার সাথে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার ও আইনের উপযুক্ত সজা/জরিমানা প্রদানে সক্ষম হবেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত