মো রাসেল মোল্লা,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়নগঞ্জের রূপগঞ্জে সাবেক সফল রাষ্ট্রপতিও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ জুলাই শনিবার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকায় বালুর মাঠে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরীর সভাপতিত্তে প্রধানঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলার জাতীয় পার্টির সহ সভাপতি অলিউল্লাহ মাষ্টার, আরো উপস্থিত ছিলেন মো: তোফাজ্জল হোসেন,নজির হোসেন ভুইয়া, মো: আলম বাদশা উপজেলার নেতৃবিন্দসহ আরো অনেক। পরে দোয়া মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।