মাসুম পারভেজ,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার ফুলছড়ি থানাধীন ১নং কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় ১৯ জুলাই থেকে ২১ জুলাই/ ২০২৩ পর্যন্ত ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়। স্থানীয় সামাজিক সংগঠন *হোসেনপুর সোসাইটি* এই কর্মসূচি গ্রহণ করে।
হোসেনপুর মুসলিম একাডেমির সভাপতি জনাব মো: জাহেদুল হক উক্ত কর্মসূচির উদবোধন করেন।
বৃক্ষরোপণ কার্যক্রমে ইউনিয়নের ৮টি মাদ্রাসা
১৩টি সরকারি প্রাইমারী স্কুল, ৪টি হাইস্কুল, ২টি কলেজ, ৪টি কিন্ডারগার্টেন
এবং ৫টি মসজিদে মোট ৮৫০ টি সাম্প্রতিককালের সবচেয়ে জনপ্রিয় *আম্রপালি* জাতের আমের চারা বিতরণ করা হয়।
হোসেনপুর সোসাইটির ভলান্টিয়ারবৃন্দ প্রতিষ্ঠানগুলোতে উপস্থিত হয়ে চারাগাছ পৌঁছে দেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় এলাকাবাসীরা বড় আকারের ভালো মানের আমের চারা পেয়ে অনেক আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এজাতীয় ইতিবাচক কর্মকান্ড অব্যাহত রাখার জন্য তারা সোসাইটির ভলান্টিয়ারদেরকে উৎসাহ প্রদান করেন।
সোসাইটির বিভিন্ন কার্যক্রমের প্রতি শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাস দিয়ে তারা বলেন, হোসেনপুর সোসাইটির আগামী সকল কার্যক্রমে তারা সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ প্রদান করবেন। তারা বলেন, "আমরা সব সময় এই সংগঠনের মঙ্গল কামনা করি।"
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত