আব্দুল মুনতাকিন জুয়েল, স্টাফ রিপোর্টার:
পিপিআরসি ও ইউএনএফপিএ -এর যৌথ উদ্যোগে ও গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর আয়োজনে গতকাল ২৯ জুলাই ২০২৩ গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) প্রধান কার্যালয়ে ‘সামাজিক সমস্যা নিরসনে বর্তমান বাস্তবতা মূল্যায়ন ও ৩ শুন্য লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিরূপনে তৃণমূল পর্যায়ে পরামর্শ কর্মশালা’অনুষ্ঠিত হয়।
গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসি এর চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি সিনিয়র ফেলো ও প্রোগ্রাম এ্যাডভাইজার, পিপিআরসি, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল ওয়াজেদ।
এছাড়াও অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, জেলা সামাজিক উদ্যোক্তা দলের আহবায়ক জহুরুল কাইয়ুম, সদস্য কেএম সাইফুল আলম সাকা, মাজেদা খাতুন কল্পনাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউএনএফপিএ-এর প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, পিপিআরসি এবং গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর কর্মকর্তাবৃন্দ উপ¯ি’ত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত