বরগুনা প্রতিনিধি:
আকিজ গ্রুপের পণ্য বিক্রি করে সারাদেশের মধ্যে ষষ্ঠ পজিশন এবং নেপাল টুর দ্বিতীয় পজিশনে রয়েছেন বরগুনার হান্নান এন্টারপ্রাইজ। ডিলার পয়েন্ট পরিদর্শন ও শুভেচ্ছা জানাতে বরগুনায় আসছেন আকিজ গ্রুপের ডিরেক্টর শেখ আজরাফ উদ্দিন।
(৩১ জুলাই) সোমবার রাত ৮ টায় উপজেলা সংলগ্ন সদর রোড অবস্থিত হান্নান এন্টারপ্রাইজ ডিলার পয়েন্ট পরিদর্শন করেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের জেনারেল ম্যানেজার ফজলুল হক মোল্লা, আকিজ গ্রুপের রিজিওনাল ম্যানেজার মো: জাকির হোসেন ও সেলস অফিসার মোঃ মেহেদী হাসানসহ আকিজ গ্রুপের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বরগুনা হান্নান এন্টারপ্রাইজের প্রোপাইটার মোঃ তানজিল মাহমুদ হান্নান। গত দুবছর যাবত সুনামের সাথে বরগুনায় আকিজ গ্রুপের পণ্য বিক্রি করে আসছে। যার ফলশ্রুতি হিসেবে সারা দেশের মধ্যে ষষ্ঠ অবস্থানে সফলতা পেয়েছে হান্নান এন্টারপ্রাইজ। নেপালরে দ্বিতীয় পজিশনেো রয়েছে তিনি। আগামী ১৯ আগস্ট সপরিবারে নেপাল টুরে যাচ্ছেন তানজিল মাহমুদ হান্নান।
আকিজ গ্রুপের ডিরেক্টর শেখ আজরাফ উদ্দিন বলেন,দক্ষিণ অঞ্চলের সর্বশেষ জেলা বরগুনা। আমাদের সেখানেও আকিজ গ্রুপ পৌঁছে গিয়েছে। সুনামের সাথে আমাদের পণ্যগুলো বিক্রি হচ্ছে। সাথে পাচ্ছি মানুষের ভালোবাসা। আকিজ গ্রুপ একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমি বরগুনায় এই প্রথম এসেছি। ভীষণ ভালো লেগেছে। আশা করি সবাই আকিজ গ্রুপের সাথে থাকবেন।
বরগুনা হান্নান এন্টারপ্রাইজের প্রোপাইটার মোঃ তানজিল মাহমুদ হান্নান বলেন, বরগুনায় আমি প্রথম আকিজ গ্রুপের ডিলারশিপ নিয়েছি। এখন পর্যন্ত সুনামের সাথে পণ্য বিক্রি করে এই অবস্থানে এসেছি। প্রত্যেকটা পণ্য গ্যারান্টি সহকারে বিক্রি করছি। সকলে আমার জন্য দোয়া করবেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত