মো:আলমগীর কবীর,ভ্রাম্যমাণ প্রতিনিধি গাইবান্ধা:
গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার তালুকজামিরা নামক গ্রামে জমিজমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাহাঙ্গীর ( ৩৫) নামক এক ব্যক্তি নিহত সহ আরোও ৫ জনের আহত হওয়ার ঘটে।
জানা জায় হত্যাকারী লাল মিয়া,মতিয়ার , গেন্দেলা সিদ্দিক দের সাথে নিহত ব্যক্তি জাহাঙ্গীর এর পরিবারে সাথে দীর্ঘদিন যাবত জমি জমা নিয়ে বিরোধ চলছিল।
সেই বিরোধ এলাকার গণ্যমান্য ব্যক্তি দ্বারা মীমাংসার প্রতাব দেওয়া হলে।
হত্যাকারীরা সেই সুযোগে আজ আনুমানিক সকাল ১০ টার সময় , নিহত ব্যক্তি জাহাঙ্গীরকে কে মিমাংসার কথ বলে মোবাইল ফোনের মাধ্যমে তালুকজামিরা বাজার নামক জায়গায় ডেকে নিয়ে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই তার লিকুয়ে রাখা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ দিতে থাকে।
এক পর্যায়ে নিহত বেক্তি জাহাঙ্গীর রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পরলে তার ভাই হাফিজুর রহমান,মাসুদ সহ বেশ কয়েকজন এগিয়ে আসলে তাদেরকে ও ধারালো অস্র দিয়ে এলোপাথারি কপানো শুরু করে।
ঘটনা স্থলেই জাহাঙ্গীর নামের এক ব্যক্তি নিহত হয় আর ৩ জন জন গুরুতর আহত হয়। আহতদের কে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং নিহত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পূরণ করা হয়েছে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে পুরো এলাকা জুড়ে। ঘটনা স্থলে সার্বিক নিরাপত্তার জন্য জন্য পুলিশ মোয়াতেন কর হয়েছে।