কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান’র ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় রিপোটার্স ক্লাবের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব’র সাবেক সভাপতি এস কে রঞ্জন, সহ-সভাপতি মো. ওমর ফারুক, সাবেক সহ-সভাপতি হাজী মো. নাসির উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, সহ-সাধারন সম্পাদক আহম্মেদ পাশা তানভীর, অর্থ সম্পাদক আরিফ সিকদার,প্রচার ও দপ্তর সম্পাদক ইমন আল আহসান, কার্যকরী সদস্য প্রনব নারায়ন বিশ্বাস, তুষার হালদার ও সাংবাদিক নয়ন গাইনসহ গনমাধ্যম কর্মীরা। আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট কালো রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের মৃত সকল সদস্যসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সাধারন সম্পাদক মো. নাহিদুল হক।