এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সূর্যোদ্বয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকাল ৮টায় বঙ্গবন্ধু‘র মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আসম ফিরোজ এমপি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের সদস্য হাসিব আলম তালুকদার, উপজেলা প্রশাসনের পক্ষে নিবার্হী কর্মকর্তা মোঃ বশির গাজী, বাউফল থানা, কালাইয়া নৌ পুলিশ সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, আওয়ামীলীগের বিভিন্ন সহযোগি ও অংগসংগঠন, প্রেসক্লাব বাউফল, বাউফল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং সরকারি, বেসরকারি অফিস, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।
পরে অন্তর্দলীয় কোন্দলের কারণে পৃথক পৃথক ৪টি শোক র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চীফ হুইপের নেতৃত্বে জনতা ভবনে, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে পাবলিক মাঠে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের নেতৃত্বে বাউফল অডিটরিয়ামে শোক দিবসের আলোচনা সভা ও রান্না করা খাবার দেওয়া হয়। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের সদস্য হাসিব আলম তালুকদারের নেতৃত্বে বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।
এরপর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জোহর নামাজ বাদ বিভিন্ন মসজিদে দোয়া মিলাদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত