1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
আপনি কেমন প্রশাসনিক কর্মকর্তা? মানুষ বিপদে পড়লেও দরজা খুলেন না- ইউএনও’র উদ্দেশ্যে এমপি নির্ধারিত সময়ের মধ্যে পানি পেয়ে খুশি তিস্তা সেচ প্রকল্পের চাষিরা পোরশা নিতপুরে কৃষক দলের সমাবেশ পীরগঞ্জে যাত্রাগানের শিল্পী ঝিনুকের খন্ডিত মাথা উদ্ধার! বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো লিজেন্ডারি ব্যাচ ৯/১১ ( আই টি এফ এল) গ্রুপের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ঢাকা রেলভবনে আনসার আলী -শিরিনের প্রেম কাহিনি টাঙ্গাইলে বিএনপি নেতা ফরহাদ ইকবালের শীত বস্ত্র বিতরণ দশমিনায় অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার আরডিআরএস বাংলাদেশ, গাইবান্ধা শাখার আয়োজনে জেলা প্রশাসক কতৃক প্রসূতি মায়েদের চেক বিতরন দেশের রেমিট্যান্স যোদ্ধা বনাম সরকারের দরকার উদার মানবিকতা। আমার দাবি সাত দফা

বাউফলে জনদূর্ভোগ লাঘবে ইন্জিনিয়ার নওতাজ যখন মানুষের কল্যাণে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১২৩১ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফলে জনদূর্ভোগ লাঘবে ইন্জিনিয়ার নওতাজ যখন মানুষের কল্যাণে ঝাপিয়ে পড়ে নিজের অর্থায়নে একের পর এক মানবিক মানবতার দৃষ্টান্ত স্থাপন করেই চলেছেন। এতেই নাকি তিনি তৃপ্তির স্বাদ পান বলে জানা গেছে। তাই একের পর এক আর্থসামাজিক উন্নয়নের কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত।

এদিকে ইন্জিনিয়ার নওতাজ প্রায়ই গরীব অসহায় কৃষকদের সহায়তার স্বার্থে নগদ অর্থ সহ ২০ থেকে ২৫ কেজি করে সার দিয়ে আসছেন। আবার বাউফল ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস মেছের হাওলাদার বাড়ির দক্ষিণ পাশে মেইন রাস্তার ওপর কালভার্ট ভেঙে জনদূর্ভোগ চরম যখন পৌঁছে এবং গাড়িঘোড়া আসাযাওয়ায় প্রায়শই দূর্ঘটনার শিকার হয়। যখন এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান থেকে শুরু করে সরকারের কোনও লোকই ব্যবস্থা নিচ্ছেন না, তখনই ইন্জিনিয়ার নওতাজ বিষয়টি জেনে স্থানীয় লোকজন কে নিয়ে গিয়ে দেখে নিজের অর্থায়নে দ্রুত মেরামতের কাজ করে যাতায়াতের উপক্রম করে দেন।

এদিকে আবার সেই মেছের হাওলাদার বাড়ির উওর পাশে জৈনপুরী হুজুরের খানকা মসজিদের পাশেই খালের ওপর আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। কেউ কোনও নিচ্ছেন না ব্যবস্থা। এপারের মানুষ ওপারে, ওপারের মানুষ এপারে এবং স্কুল, কলেজ, মাদ্রাসা সহ হুজুরের খানকা মসজিদের মুসুল্লিরা নামাজ আদায় করতে আসাযাওয়ায় চরম দুর্ভোগ ভোগান্তিতে দিনরাত যাপন করছেন। কিন্তু স্থানীয় চেয়ারম্যান সহ সরকারের কোনও লোক বিষয়টি জেনেও যখন কোনও ব্যবস্থা নিচ্ছেন না তখনই বিষয়টি জেনে ইন্জিনিয়ার নওতাজ এসে হাজির ঘটনাস্থলে এবং স্থানীয়দের সাথে কথা বলে দ্রুত নিজের অর্থায়নে কাঠের ব্রিজ বানিয়ে দেন। যাতায়াত ব্যবস্থা হয় সচল।

এব্যাপারে স্থানীয় কাসেম আকন, নুরুল ইসলাম, সত্তার আকন, জাহিদ ও মিলন জানান, রাস্তার ওপর কালভার্টটি ভেঙে থাকায় প্রায়দিনই গাড়ির দূর্ঘটনা সহ মানুষ জনদের আসাযাওয়ায় চরমে পৌঁছে। এবং আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে ছিল। খুব দুর্ভোগ পোহাতে হয়েছে সবার। কিন্তু চেয়ারম্যান মেম্বার বিষয়টি জেনেও কোনও কাজ না করায় ইন্জিনিয়ার নওতাজ বিষয়টি জেনে দ্রুত নিজের অর্থায়নে মেরামত করে দেন। তিনি নওতাজ প্রায়ই দেখেছি গরীব অসহায় কৃষক সহ বিভিন্ন পেশার মানুষের কল্যাণে কাজ করতে। তার জন্য আমরা দোয়া করি সে যেন সবসময় আমাদের মাঝে থাকে।

ইন্জিনিয়ার খান মোঃ নওতাজ, বাউফল বেল্লাল জোমাদ্দারের এর নাতি। তিনি মাষ্টার পাওয়ার ইন্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং