গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় মোজাম্মেল হক (৬৫) নামের এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন।
রবিবার (২৭ আগষ্ট) সকাল ১১ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার পান্থাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক একই উপজেলার বকচর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন কলা ব্যবসায়ী। এই বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আফির আনোয়ার।
স্থানীয়দের বরাত দিয়ে আনোয়ার দেশ রূপান্তরকে জানান, নিহত কলা ব্যবসায়ী ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া এলাকায় অসাবধানতাবশত ব্যাটারীচালিত অটোরিকশা থেকে পড়ে যান। তাৎক্ষনিক রংপুরগামী সদাগর এক্সপ্রেস এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত