এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
পটুয়াখালীর দুমকিতে চুরি করা গরু জবাই করে বিক্রি কালে ৬ জন গরু চোরকে আটক করেছে পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি পিকআপসহ দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ।
শুক্রবার (১লা সেপ্টেম্বর) দিবাগত শেষ রাতে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কসাই করিমের বাড়ির ঘরের সামনের খালপাড় থেকে এদের আটক করে দুমকি থানার এসআই মোঃ আবুল কালামের নেতৃত্বে টহলরত এএসআই মোঃ আরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
আটককৃতরা হলেন, দুমকি উপজেলার লেবুখালী ইউপির ৪নং ওয়ার্ডের বারেক হাওলাদারের ছেলে করিম হাওলাদার ওরফে কসাই করিম (২২), বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউপির দাওকাঠী এলাকার আঃ রাজ্জাকের ছেলে মোঃ রানা খান (২৪), মোঃ বজলু ভূইয়ার ছেলে মোঃ আলম ভূঁইয়া (৩০), গারুলিয়া এলাকার মৃত আঃ মালেক হাওলাদারের ছেলে মোঃ বশির হাওলাদার (২৬), রুনসি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে মোঃ এখলাছ হাওলাদার (১৯), উত্তর নলুয়া এলাকার কালাম সিকদারের ছেলে কাওসার সিকদার (২৮)।
এছাড়াও লেবুখালী ইউপির ০৬ নং ওয়ার্ডের মৃত মোস্তফা বিডিআরের ছেলে সুমন সিকদার (৩৫) পালিয়ে যায়। এসময় আসামীদের কাছ থেকে ১টি কালো ও হালকা লাল রংয়ের ষাড় গরু জবাইয়ের কাজে ব্যবহৃত ১টি চাপাতি ও ১টি চাকু, ১টি ব্লু রংয়ের পালসার মটর সাইকেল, ১টি পিকআপ গাড়ী জব্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, পলাতক আসামি সুমন সিকদার নিজের পালসার মটর সাইকেলটি দিয়ে অন্যান্য আসামীদের নিয়া বিভিন্ন এলাকায় চুরি করার কাজে ব্যবহার করে। আসামীরা পরস্পর একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তারা পেশাদার ভাবে চোর। বিভিন্ন এলাকা থেকে উক্ত পিকআপ যোগে গরু চুরি করে এনে আসামী করিম হাওলাদার ওরফে করিম কসাই এর নিজ বাড়িতে জবাই করে তাহার মাংস বিক্রয়ের দোকানে বিক্রয় করে।
দুমকি থানার ওসি তারেক মোঃ আবদুল হান্নান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। এরা আন্ত:জেলা চোর চক্রের সদস্য। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত