মোঃলিংকন মিয়া,স্টাফ রিপোর্টারঃ
অদ্যকার ০৪-০৯-২০২৩ ইং তারিখ রোজ সোমবার সকাল ১০ ঘটিকায়, “লাল সবুজ সোসাইটি গাইবান্ধা টিম” গাইবান্ধা শহরের প্রান কেন্দ্রে গাইবান্ধা পৌর পার্কে পলিথিন বিভিন্ন ময়লা আবর্জনা ও অপ্রয়োজনিয় জিনিস পরিষ্কার করেন এবং জন সাধারনের মাঝে সচেতনতা মূলক আলোচনা করেন।
এতে উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটির সদস্য মোঃ রুহুল আমিন,মোঃলিংকন আহমেদ,মোঃসাজন সাফি,মোছাঃশ্রাবনী আক্তার ও মোছাঃসাথী আক্তার।তারা বলেন সু্স্থ থাকতে হলে সবাইকে সচেতন হতে হবে,নিজের বাড়ির মত শহর কেও পরিষ্কার রাখতে হবে।যাতে করে মশার আক্রমন থেকে রক্ষা পাওয়া যায়। তারা আরও বলেন নিজে সু্স্থ থাকি এবং অন্যকে সুস্থ রাখি।এসব বলে তারা পৌর পার্কের বিভিন্ন আনাচে কানাচে পড়ে থাকা বর্জ্য গুলি পরিষ্কার করে নিদিষ্ট স্থানে ফেলে দেয়।তারা বলেন এরকম কার্যক্রম চলমান থাকবে।