বিডি ক্রাইম টাইমস স্বাস্থ্য ডেক্স:
Peptic Ulcer Disease(পাকস্থলীর ক্ষত)
পেপটিক আলসার বা পাকস্থলীর ক্ষত যাকে আমরা সহজ ভাষায় গ্যাস্ট্রিকের ব্যথা বলে থাকি।
কারণ(Causes)ঃ
১.ব্যাকটেরিয়া-হেলিকোব্যাকটার পাইলরি(Helicobacter pylori)
২. অতিরিক্ত ও পরামর্শহীন ব্যথার ঔষধ সেবন(NSAIDS)
৩.ধুমপান ও মদ্যপান(Smoking & Alcohol)
৪.অন্যান্য- অতিরিক্ত টেনশন( Stress Ulcer),অসাস্হ্যকর খাবার,অতিরিক্ত তেল ও মসলা জাতীয় খাবার,ফার্স্ট ফুড,ভাজা-পোড়া খাবার,ঘুমে অনিয়ম।
লক্ষ্মণ(Symptoms)ঃ
১.খালি পেটে(Duodenal Ulcer) অথবা খাওয়ার একটু পরেই(Gastric Ulcer) পেটে ব্যথা।
২.বমি বা বমি বমি ভাব।
৩.ক্ষুধামন্দা।
৪.খাওয়ার কিছুক্ষণ পর আবার ক্ষুধা লাগা।
খারাপ লক্ষণ(Alarming Symptoms) ঃ
১.খাবার গিলতে অসুবিধা।
২.ওজন কমে যাওয়া।
৩.ঘন ঘন বমি হওয়া।
৪.খাওয়ায় অরুচি।
৫.রক্তবমি বা পায়খানার সাথে রক্ত যাওয়া।
পরীক্ষা(Investigation) ঃ
১.Endoscopy(UGIT Endoscopy).
২.Urea Breath Test or Fecal Antigen Test.
চিকিৎসা(Treatment) ঃ
১.নিয়ম মাফিক জীববযাপন(Life style modification)- তেল,মসলা,ভাজাপোড়া জাতীয় খাবার কম খাওয়া, রাতে জলদি ও পরিমিত ঘুমানো, সকাল-বিকাল পর্যাপ্ত পরিমাণ হাঁটাচলা করা,পরিমিত পানি পান করা।
২.ঔষধ সেবন(Medication)
৩.হেলিকোব্যাকটার পাইলরি(Helicobacter pylori) নিরাময়।
৪.সার্জারি
চিকিৎসা পরামর্শ জানতে যোগাযোগ করতে পারেন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে।
Dr.Rysul Hasan
MBBS(CU)
Medical Officer
BLCS Institute & Hospital