সেই চাঞ্চল্যকর গৃহবধূ নারগিস হত্যা মামলার আসামি ঘাতক স্বামী র্যাবের হাতে আটক
এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:: পটুয়াখালীর কলাপাড়ায় সেই চাঞ্চল্যকর গৃহবধূ নারগিস হত্যা মামলার আসামি ঘাতক স্বামী মোঃ রাজিব হাওলাদার কে মামলার ২৪ ঘন্টার মধ্যে আটক করতে সক্ষম হয়েছে র্যাব-৮।
র্যাব-৮, সিপিসি-১ জানান, গত ০৯/০৯/২৩ তারিখে রাত সাড়ে ১০টার দিকে গৃহবধূ নারগিস বেগমকে তার স্বামী মোঃ রাজিব হাওলাদার যৌতুকের জন্য কিল ঘুষি ও লোহার রড দিয়ে মেরে রক্তাক্ত অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
যাহার কলাপাড়া থানার মামলা নং-০৮/১৪৬, তারিখ-১১/০৯/২৩, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী২০০৩)এর ১১ (ক)/৩০। আসামি হত্যাকান্ডের পর পালিয়ে আত্মগোপন করে।
এদিকে পটুয়াখালী র্যাব-৮ তথ্যপ্রযুক্তির সহায়তায় বরগুনার আমতলী উপজেলার কেওড়া বুনিয়া ১নং ওয়ার্ড এলাকা থেকে পলাতক আসামি স্বামী মোঃ রাজিব হাওলাদার, পিতা: বজলু হাওলাদার, সাং লেমুপাড়া, থানা: কলাপাড়া কে ১১/০৯/২০২৩ ইং তারিখ রাত সাড়ে ১১টার সময় আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।