বিডি ক্রাইম টাইমস হেল্থ ডেক্স:
📝কারণসমূহ:
🔷 মাংসপেশীর স্ট্রেইন বা টান:
ভারী জিনিস তোলা বা হঠাৎ নড়াচড়ার কারণে এমনটি হয়ে থাকে।
🔷 হার্নিয়েটেড ডিস্ক:
যখন আপনার মেরুদন্ডের দুই হাড়ের মাঝখানের জয়েন্টের মধ্যে ডিস্ক ফেটে যায় বা ফুলে যায়।
🔷 আর্থ্রাইটিস:
অস্টিওআর্থারাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস মেরুদন্ডের হাড়কে প্রভাবিত করতে পারে।
🔷 স্পাইনাল ক্যানেল স্টেনোসিস:
মেরুদন্ডের ক্যানেল সরু হয়ে যাওয়ার কারণেও কোমড়ে ব্যাথা হতে পারে
🔷 ট্রমা:
আঘাতের কারণে যদি মেরুদন্ডের কোন হাড়ের জয়েন্ট এর উপরে বেশি চাপ পড়ে কিংবা হাড় ভেঙে যায় তাহলেও ব্যাথা হতে পারে।
🔦লক্ষণ:
🔸 ব্যাথা:
কোমড়ে বা পিঠে হাল্কা বা তীক্ষ্ণ ব্যাথা।
🔸 রেডিকুলোপ্যাথি:
কোমরের ব্যাথা কোমর থেকে পায়ের পিছন দিক দিয়ে যায়। যাকে আমরা সায়াটিকা বলি।
🔸 ঝিমঝিম করা :
প্রায়ই পায়ে ঝিমঝিম করে, বোধশক্তি কমে যায় ।
🔸 দুর্বলতা:
ভারী জিনিস তুলতে বা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয়।
🚨 চিকিৎসা:
বিশ্রাম: মেকানিক্যাল ব্যাক পেইন পর্যাপ্ত বিশ্রামে কমে যেতে পারে ।
💠ফিজিওথেরাপি:
ফিজিওথেরাপি মাধ্যমে ব্যাথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
💠কনজারভেটিভ চিকিৎসা :
▫️ গরম সেক প্রয়োগ
▫️ মাসল রিলাক্সেন্ট
▫️ ব্যাথার ওষুধ
▫️ স্টেরয়েড ইঞ্জেকশন
🚩সার্জারি:
কিছু ক্ষেত্রে, সার্জারি প্রয়োজন হতে পারে, যেমন
🩸হার্নিয়েটেড ডিস্কের বা পিএলআইডি,
🩸স্পন্ডাইলোলিস্থেসিস
🩸স্পাইনাল ক্যানাল স্টেনোসিস
🩸ট্রমাটিক ফ্রেকচার অফ ভার্টিব্রা
👨⚕️ডা: মো: আব্দুল আহাদ
এম,বি,বি,এস (সি ইউ)
রেসিডেন্ট, এম,এস (নিউরোসার্জারী)
নিউরোসার্জারী বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, ঢাকা।
মেম্বার, ওয়াল্ড স্পাইনাল কলাম সোসাইটি।
ব্রেইন, স্পাইন(মেরুদণ্ড), নার্ভ, স্ট্রোক, প্যারালাইসিস, মাথা ব্যাথা, কোমড়ে ব্যাথা, খিচুনি বা মৃগীরোগ,ব্রেইন টিউমার ও নিউরো-ট্রমা রোগের চিকিৎসক ।