মো: সৈকত জামান (প্রিন্স),ফুলছড়ি-গাইবান্ধা:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রাজু সরকার লিটনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফুলছড়ি থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। ধৃত রাজু সরকার লিটন উপজেলার কঞ্চিপাড়া গ্রামের আব্দুল কাদের খোকার ছিলে।
জানা যায়, মাদক মামলায় ওই আসামিকে ২ বছরেরর সশ্রম সাজা প্রদান করে বিজ্ঞ আদালত। এসময় আত্নসমর্পন না করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কঞ্চিপাড়া এলাকা থেকে রাজু সরকার লিটনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী বলেন, ধৃত লিটনকে আজ সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক, জুয়া, জঙ্গি সন্ত্রাসবাদসহ ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত