মোঃলিংকন মিয়া,স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুর জেলার বিরল উপজেলা জুড়ে টানা দু’দিন অতিবৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কিছু কিছু এলাকায় আবার বন্যার সৃষ্টি হয়েছে। উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের বেশ কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। ফলে পানি বন্দি হয়েছেন অনেক মানুষ। এসময় অনেক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে।তারা পানি বন্দি হওয়ার কারনে কাজকর্ম করতে পাচ্ছেন না। খেয়ে না খেয়ে খুব কষ্ট করে জিবন যাপন করতে হচ্ছে।
তাদের পাশে দাঁড়িয়েছেন অত্র এলাকার মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত দিনাজপুর জেলা ছাত্রলীগের কর্মী ও বিরল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের। তিনি বানভাসি মানুষদের খোঁজ খবর নেন এবং নিজস্ব অর্থায়নে বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার পৌঁছে দেন।
তিনি বলেন তার সামর্থ্য অনুযায়ী তিনি এরকম কাজ চলমান রাখবে।তিনি বলেন এলাকার স্বচ্ছল পরিবার এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, প্রশাসন ও চেয়ারম্যান মেম্বার এবং বিভিন্ন প্রতিনিধি যেনো বন্যার্তদের সহযোগীতা করেন।তিনি আরও বলেন আসুন আমরাও নিজ নিজ অবস্থান থেকে আমাদের এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। আমাদের অল্প সহযোগিতাই হয়তো কাজে আসবে তাদের অনেক কিছুই।এভাবেই মানবতার ফেরিওলা আব্দুল কাদের গরিব অসহায় মানুষের জন্য কাজ করে যাবেন বলে জানান।