কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
নানান আয়োজনের মধ্য দিয়ে কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভার আয়োজনে পৌরসভা চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় পর্যটন মেলা ও আলোচনা সভা স্থলে মিলিত হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ি তিনদিন ব্যাপী পর্যটন মেলা ও কনসার্টের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। পরে আলোচনা সভায় কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার,পর্যটন জোনের ম্যাজিষ্টেড মোঃ রবিউল ইসলাস, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির বিপ্লব, মহিপুর থানার ওসি তদন্ত মোঃ আসলাম মিয়া,কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ সহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। রেলীতে পর্যটক সহ সকল শ্রেনীর পেশার মানুষ অংশগহন করেন। আগামী তিনদিন সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় মেলা ও কনসার্ট অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত