নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাধীন লোহাজুরি ইউনিয়ন দশপাখি এলাকায় (আবতাব মুন্সী মোড়) নামক স্থানে রাস্তার পাশে এক জঙ্গল থেকে বিভিন্ন সময় মানুষজনকে বিভিন্ন আকৃতিতে ভয় দেখাচ্ছে ভূত নামক কিছু ।
জানা যায় সপ্তাহখানেক আগে কটিয়াদী টু লোহাজুরি রোডে চলাচলকৃত জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামের রফিকুল ইসলাম (১৬) নামে এক অটো রিকশা চালক লোহাজুরি থেকে রাতে বাড়ি ফেরার পথে দশপাখি (আবতাব মুন্সি মোড়) নামক স্থানে জঙ্গলের কাছে আসতেই তাকে সাদা কাপড় পরা কেউ তার গাড়ির সামনে ধরে রেখেছিলো, সেখান থেকে ভয় পেয়ে দুদিন পর সে মারা যায়। এবং প্রতিদিনই কোন না কোন ব্যাক্তির সামনে পরছে অদ্ভুত কিছু এবং চলার পথে শুনতে পায় ভংকর আওয়াজ বা ভংকর কন্ঠে কাওকে ডাকতে।
তারপর থেকেই রাত হলেই বাড়ছে মানুষের ভয়। ভয়ে সন্ধ্যা হবার আগেই মানুষ নীড়ে ফিরছে, বাড়ির মধ্যে ঢুকে পড়ছেন সকলে। কটিয়াদী টু লোহজুরি ইউনিয়নে যে রোডে ছিলো ২৪ ঘন্টা গাড়ির যাতায়াত,সে রোডে এখন ভূতের ভয়ে সন্ধা হলেই পাওয়া যাচ্ছে না গাড়ি। ফলে ভোগান্তির শেষ নেই লোহাজুরি থেকে কটিয়াদী বাজারে আসা যাত্রী ও ব্যবসায়ীদের ।
রাত হলেই দশপাখি, ইটখলা ও জালালপুর ইউনিয়নাধীন দক্ষিণ চরপুক্ষিয়া এলাকায় আতঙ্কিত থাকেন সকলে।
এসব ভূত, প্রেত, আত্মা নাকি অন্য কিছু এসবই ভাবাচ্ছে সকলকে..? আসল কারণ খুঁজে দেখুক প্রশাসনও, দাবি এলাকার মানুষজনের।