হায়দার হাওলাদার
বরগুনা তালতলী উপজেলার ৬ নং মিশনবাড়ীয়া ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের পাওয়া পাড়া গ্রামের আশ্রয়নের অধিবাসী মোঃ সাহেব আলী (জাতীয় পরিচয়পত্র নং ৫৫০৯৭৪৬৬৫৬) তাহার কোন ফসলী জমি নাই। তিনি একজন প্রকৃতি ভূমিহীন। তার ছেলে মোঃ শহিদুল (১৮) ফুসফুসের সমস্যায় আক্রান্ত হয়ে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসা নেয়। চিকিৎসায় পরিপূর্ণ সুস্থ না হওয়ায় তাঁকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও ক্যান্সার হাসপাতালে রেফার করে।
রোগীর বাবা সাহেব আলী বলেন, আমি ভূমিহীন হত দরিদ্র। ছেলের চিকিৎসার জন্য জীবনের যা সনচায় ছিল সবকিছু দিয়ে চালিয়েছি। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। এখন চিকিৎসার অর্থ জোগাতে মানুষের দ্বারে দ্বার হাত পেতেছি। দয়া করে আমার ছেলেকে বাঁচানোর জন্য আমাকে সাহায্য করেন।
রোগী শহিদুলের বড় ভাই মোঃ বেল্লাল বলেন ছোট ভাইয়ের চিকিৎসার অর্থ জোগাতে সর্বশেষ আমার একমাত্র সম্বল একটি অটো রিস্কা বিক্রি করে এখন কর্ম হারাইয়া আর্থিক অনটনে মানবেতর জীবন যাপন করিতেছি।
মিশনবারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাচ্চু মিয়া বলেন, হৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতা ছাড়া তার ছেলের সুচিকিৎসা সম্ভব নয়।আমি তাকে আর্থিক সহযোগিতার জন্য স্ববিনয় আবেদন জানাইতেছি। এবং আমি তাহার পুত্রের রোগমুক্তি কামনা করছি।
সাহায্যের জন্য বিকাশ / নগদ নাম্বার..০১৭৭৬২৯৫৯৯৭
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত