স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে আর্ত মানবতার সেবায় নিয়োজিত সংগঠন আলহাজ্ব মাস্টার সৈয়দ আতাউর রহমান রাহ. ট্রাস্ট এর উদ্যোগে সিলেট বিভাগীয় কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় বারের মতো একটি চমৎকার ও আকর্ষণীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করায় দেশ ও প্রবাসে বসবাসরত ধর্মপ্রাণ ব্যক্তিগণ শুকরিয়া জ্ঞাপন করেন এবং ট্রাস্টের নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান।
সৈয়দপুর চৌধুরী বাড়ি মসজিদ প্রাঙ্গনে শনিবার দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের বিভিন্ন মাদরাসা থেকে কুরআনে হাফেজ ৬০জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন।
বিচারক মন্ডলীর সভাপতি সৈয়দপুর দারুল হাদিস মাদরাসার মুহতামিম হাফিজ শায়েখ সৈয়দ ফখরুল ইসলাম, তালীমুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার মুহতামিম হাফিজ ক্বারী মুসলিম উদ্দীন, তাহসিনুল কোরআন মাদরাসা পরিচালক হাফিজ জাবির আহমদ, সিলেটের আদর্শ নিরানী কিন্ডার গার্টেন এর হাফিজ হাতেম আহমদ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।
সাবেক উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ আব্দুন নুর এর সভাপতিত্বে, সৈয়দ মারজান ফিদাউর ও সৈয়দ হাবিব সালেহের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন
মাওলানা মসরুর আহমদ কাসেমী, মাওলানা আলী আহমদ, মাওলানা শাহীদ আহমদ সহ অসংখ্য সুধীবৃন্দ।
আলহাজ্ব মাস্টার সৈয়দ আতাউর রহমান রাহ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৈয়দ আব্দুল হামিদ আলাউদ্দিন তাঁর স্বাগত বক্তব্য প্রদানকালে সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের কথা তুলে ধরেন, তিনি বলেন, এ সংগঠণ সর্বদা মানবতার কল্যাণে কাজ করে যাবে, দ্বীনি কাজ ও সামাজিক ও মানবিক যে কোন কাজে সাহায্য ও সহযোগিতার হাত সর্বদাই প্রসারিত থাকবে ইনশাআল্লাহ।
হাজারো মানুষের উপস্থিতিতে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কারের নগদ ২৫ হাজার টাকা, ২য় পুরস্কারের ১৫ হাজার টাকা, ৩য় পুরস্কারের ১০হাজার টাকা এবং ১২জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
পরিশেষে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী সৈয়দ মারজান ফিদাউর, প্রদান দায়িত্বশীল মাওলানা আখতার হুসাইন, ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রাহিন উদ্দিন ও সেক্রেটারি জেনারেল হাফিজ সৈয়দ মারগুব আহমদ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগি, শিক্ষক ও উপস্থিত অতিথিবৃন্দ এবং দর্শকদেরকে অনুষ্ঠান সফল করায় আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত