বরগুনা প্রতিনিধি:
বরগুনা সদর উপজেলার চালিতাতলী প্রাথমিক বিদ্যালয় এ বেসরকারি উন্নয়ন ও দাতব্য সংস্থা “ইকো” (অর্গানাইজেশন ফর এডুকেশন, ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ)এর সার্বিক সহযোগীতায় এবং
বরগুনা মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন এর উদ্দ্যোগে, আজ (২৪- ১০-২৩,মঙ্গলবার) ‘মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং’ প্রোগ্রাম আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে প্রায় ১৫০ জনকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় এবং প্রায় ৪০ জনের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়।
বৈরী আবহাওয়া ভিতরেও মেডিকেল ক্যাম্পে এসে চিকিৎসা সেবা প্রদান করেন ডা.শামসুদ্দোহা শামস,ডা.মঈনুল হাসান,ডা.সায়মা সিদ্দিকা,ডাঃ চিন্ময় দাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উপকূলীয় সবুজ বেষ্টনী গড়ার লক্ষে ইকোর পক্ষ থেকে এদিন বিদ্যালয় ক্যাম্পাসে একটি আমলকি গাছ, একটি ঝাঊ গাছ এবং একটি জামরুল গাছ রোপন করা হয়।
এই ক্যাম্পেইন প্রোগ্রাম এ গরীবের বন্ধু ব্লাড ফাউন্ডেশন এবং বরগুনা আপোলো ডায়াগনোস্টিক সেন্টার সহযোগীতা প্রদান করে।