কাজি মাহবুব আলম।
সারাজীবন যারা জেল হত্যা দিবস পালন করছে। কেন পালন করছে। কিসের জন্য। কি কারণে এর কোনো ব্যখ্যা নেই। তিন নভেম্বর চলে গেলে এই নিয়ে আর কোনো তেমন আলোচনা নেই।
জেল হত্যা দিবসের মর্মান্তিক ঘটনাবলি আগামী প্রজন্মকে জানাতে চাই। পাঠ্য পুস্তকে ঘটনার বিবরণ সহ ফিচার প্রকাশ করা হোক। এবং রাষ্ট্রীয় ভাবে জেল হত্যা দিবস পালন করা হোক । জেল হত্যা দিবস হিসেবে প্রতিবছর দেশের সকল জেলখানায় বন্দী কয়েদীদের ভিন্ন আঙ্গিকে খাবার পরিবেশন করা হোক। এই জেল হত্যা দিবসে কারা রক্ষী থেকে কারা মহাপরিচালক পর্যন্ত প্রমোশনের দিন ধার্য করা হোক।
এই জেল হত্যা দিবসে দেশের সকল জেলখানায় সকলেই কালো বেজ অথবা কালো পোষাক পরিহিত থাকুক।
সারাজীবন জেল হত্যা দিবস জেল হত্যা দিবস শুনেই আসছি। কিন্তু এই জেল হত্যা দিবসের কোনো অগ্রগতি দেখছি না। এখানে কোনো পরিবর্তন দেখছি। আওয়ামী লীগ আজ পনেরো বছর ধরে ক্ষমতায় থেকেও জেল হত্যা দিবসের জন্য তারা আজও তেমন কিছু করছে।
এই না করার ফলে নতুন প্রজন্মের কেউ আর জেল হত্যা দিবসের ঘটনাপ্রবাহ গুলো জানে না বললেই চলে।
গত বছর আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে জেল হত্যা দিবসকে আরো সক্রিয় করতে পারত।
এভাবে ঢিলেঢালা দিবস পালন হলে আগামী প্রজন্ম হয়তো এই দিবসে উৎসাহ হারাবে এটাই বাস্তব।
অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাজনীতি বিশেষজ্ঞ।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত