মোঃলিংকন মিয়া,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা, সদর উপজেলার, কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “লাল সবুজ সোসাইটি “গাইবান্ধা টিমের পক্ষ থেকে, শিশু শিক্ষার্থীদের সুরক্ষায় নিরাপদ ও অনিরাপদ স্পর্শ সচেতনতামূলক কার্যক্রম” ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ” অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “লাল সবুজ সোসাইটি” রংপুর শাখার ভাইস প্রেসিডেন্ট মোছাঃ ফারিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা মনি।আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা শাখার অন্যতম সদস্য মোঃ আখতারুজ্জামান আসিফ, মোঃ মোস্তফা কামাল নয়ন,মোঃ স্বজন সাফী,এবং ফারজানা ইসলাম স্মৃতি, মোছাঃ সাইমুম সাম্মি,ও মোছাঃ লিন্তা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীগণ ও ছাত্র ছাত্রী বৃন্দ সহ আরও অনেকে,এ সময় লাল সবুজ সোসাইটি এর অন্যতম সদস্যরা জানান এরকম কাজ আগামীতেও চলমান থাকবে ইনশাআল্লাহ।