মোঃ মনিরুল ইসলাম,(বরগুনা) জেলা প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশন দুদক পরিচালিত আমতলী উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হয়েছেন একেএম খায়রুল বাশার বুলবুল এবং সেক্রেটারির পদ লাভ করেছেন সৈয়দ নুহু উল আলম নবীন।
দুদক পরিচালক এইচএম আক্তারুজ্জামান সাক্ষরিত নিয়োগ আদেশে কমিটির সহ-সভাপতিদ্বয় হলেন এমএ হান্নান ও মো. শাহালম কবির। সদস্যরা হলেন, ফেরদৌসি আক্তার জানু, মিজানুর রহমান সিকদার, নাসরিন জাহান সিপু, সুপ্রিয়া রানী সুইটি এবং আ. রহমান সালেহ।
দুদক সূত্র জানিয়েছে ৩ বছর মেয়াদি কমিটি আমতলী উপজেলার প্রশাসনিক এলাকায় কার্যক্রম পরিচালনা করবে।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সদ্য সভাপতি কেএম খায়রুল বাশার বুলবুল বলেন,আমাকে সভাপতি পদে যে দায়িত্ব দেয়া হয়েছে তা নিষ্ঠার সাথে পালন করব।
উক্ত নবগঠিত কমিটির সাধারন সম্পাদক সৈয়দ নুহু আলম নবীন বলেন, সকলের সহযোগিতা থাকলে আশা করি নতুন কমিটির কার্যক্রমে ভালো কিছু হবে বলে মনে করি।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত