মোঃ শফিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি :
আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী রশীদুজ্জামান মোড়লের সংবর্ধনা ও মতবিনিময় সভা পাইকগাছা উপজেলা নার্সারী মালিক সমিতি পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধায় গদাইপুর বাজারে পাইকগাছা উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি শেখ জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন ও জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসন থেকে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী রশীদুজ্জামান মোড়ল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, শেখ আনিসুর রহমান মুক্ত, চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দার, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, এ্যাড শেখ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জাহানারা বেগম, শেখ হারুন অর রশীদ হিরু, আনিছুর রহমান আনিচ, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী, নার্সারী মালিক সমিতির সদস্য আসাদুল ইসলাম, রাজীব গাজী, জিল্লুর রহমান, আকরামুজ্জামান, আফসার গাজী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রশীদুজ্জামান মোড়ল বলেন, বর্তমান সরকার এদেশের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। এউন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান। নৌকাকে বিজয়ী করে পঞ্চমবারের মত শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য নৌকার জন্য সকলকে কাজ করার দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত