শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার
রংপুর ক্যাডেট কলেজে ৪ দিনব্যাপি ৪৩তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) মশাল জ্বালিয়ে, শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করে ও বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল মোঃ আশরাফুল ইসলাম, এসপিপি, পিএসসি, সিগস। অনুষ্ঠানে প্রতিযোগি খেলোয়ারদের শপথবাক্য পাঠ করান মেজর মোঃ সাইদুল হক, এ্যাডজুটেন্ট। অনুষ্ঠানস্থলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম অধ্যক্ষ মিসেস সাদিয়া আরেফিন, উপাধ্যক্ষ মোঃ সেলিম হোসেন, মেডিকেল অফিসার মেজর মুকিত বিন মোহাম্মদ এবং অনুষদ সদস্যসহ কলেজের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ক্রীড়াবিদদের মনমুগ্ধকর কুচকাওয়াজ উপস্থিত সকলকে মুগ্ধ করেছে।
ব্যানার, ফেস্টুন দিয়ে কলেজের খেলার মাঠ সাজানো হয়েছে অপরূপ সাজে। আগামী বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সমাপনী দিবসে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মেজর জেনারেল সাকিল আহমেদ, বিএসপি, এসপিপি, বিজিবিএম, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি জেনারেল অফিসার কমান্ডিং, ৬৬ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া, প্রধান অতিথি এবং ডাঃ শাহনাজ সাকিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত