এস এম আকাশ বিশেষ প্রতিনিধি
নানান আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত
বান্দরবানের লামা উপজেলায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্মৃতিস্তম্ভে ফুলেল মুক্তিযুদ্ধের মহান শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে সকাল ৮ টায় লামা উপজেলা প্রশাসনের আয়োজনে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস,বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে কুজকাওয়াজ,ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টায় লামা উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, পুরস্কার ও আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যায় প্রামাণ্য চলচ্চিত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।এসময় মহান বিজয় দিবসের কুজকাওয়াজে অংশ নিয়ে রাষ্ঠীয় সালাম গ্রহন করেন লামা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম,দুই জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, নারীনেত্রী ফাতেমা পারুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম.রাহাদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদদীন, উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াচিং মার্মা, প্রশন্ন ভট্টাচার্য, সহ সভাপতি বিজয় আইচ,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,পৌর আ.লীগের সভাপতি মোঃ রফিক প্রমূখ।
এছাড়াও লামা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ,বিভিন্ন সরকারি -বেসরকারি স্কুল,রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত