তানভীর খান
প্রশাসনের চোখ ফাকি দিয়ে মাটি দস্যুরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।প্রকাশ্যে চলছে মাটি কাটার ধুম। এত ওই এলাকার নির্মিত ব্যায়ে পাকা রাস্তার উপর দিয়ে দিনে শত শত ট্রাক চলায় হুমকির মুখে পড়েছে রাস্তাঘাট এবং স্কুল পড়ুয়া কোমলমতি ছাত্রছাত্রী।ঢাকা ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন এর চর-রাজাপুর এবং আতুল্যার চরে ফসলি জমি কাটার ফলে কৃষকদের মাঝে বাড়ছে বেকারত্ব।
সরজমিনে দেখা যায়, উপজেলার মির্জাপুর এবং ধামরাই এর রাস্তার উপর দিয়ে বেপরোয়া ভাবেই চলছে এবং যার ফলে প্রায় ২০০ শতক ফসলি জমি নষ্ট করে চলছে মাহিন্দ্র ট্রাক।
খোঁজ নিয়ে জানা গেছে, চর -রাজাপুর গ্রামের রিফাত হোসেন প্রতিদিন প্রায় শত শত ট্রাক মাটি উত্তোলন ও বিক্রি করে লাভবান হলেও এলাকার ফসলি জমি এবং রাস্তা হুমকির মুখে পড়েছে।
এলাকাবাসী বাধা দিতে গেলেই হুমকির সম্মুখীন হতে হয় এমনটিই জানান চর-নবগ্রামের গ্রামের আব্দুর রহিম। চর-রাজাপুরের আমিনুর বলেন, স্কুলের পোলাপান ঠিক মত চলাফেরা করতে পারে না৷ রাস্তাঘাট ভেংগে ফেলছে মাহিন্দ্র ট্রাক দিয়ে।নতুন কহেলা গ্রামের রাজিব খান জানান, ঠিক মতো মোটরসাইকেল নিয়েও যাওয়া যায় না রাস্তার যে অবস্থা করেছে।
মাটি ব্যবসায়ী রিফাত হোসেন বলেন, সমস্যা কি এখানে আমি চালাই। এতে কার কি সমস্যা। যদি সমস্যা হয় আমাকে বলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সাথে মুঠোফোনে কথা হলে বলেন , নির্বাচন শেষ হলে আইনত ভাবে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত