মোঃ রাসেল মিয়া ঢাকা ধামরাই (ক্রাইম)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকার ধামরাইয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ব্যবসায়ী আব্দুল লতিফের দুইটি ইটভাটায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় ইটভাটায় ভাঙচুর, শ্রমিকদের মারধর ও চার লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলায় ১০ শ্রমিক আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের গোয়ালদী ও ডাউটিয়া এলাকায়।
সোমবার (৮ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া ও গোয়ালদী এলাকার দুটি ইটভাটায় এ ঘটনা ঘটে।
সরজমিনে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকার সান ব্রিকসে ২০/২৫টি মোটরসাইকেল করে প্রায় ৩৫/৪০ জন দুর্বৃত্তরা এসে ইট ভাটার শ্রমিকদের এলোপাতাড়ি মারধর শুরু করে এবং শ্রমিকদের থাকার জন্য অস্থায়ী ঘর ভাঙচুর করে ইটভাটা বন্ধ করতে বলে। এর পর ইট ভাটা চালালে শ্রমিকদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে সবাই পাশের গোয়ালদী এলাকার লামীয়া ব্রিকস নামের ইট ভাটায় এসে ভাটার অফিস ভাঙচুর করে। অফিসের ক্যাশের তালা ভেঙে ক্যাশে থাকা ৪ লাখ ১৬ হাজার টাকা লুট করে নেয়। এছাড়াও ভাটার শ্রমিকদের এলোপাতাড়ি মারধর করে ভাটা থেকে তাড়িয়ে দেয় এবং এই ভাটায় আবার কাজ করলে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
সান ব্রিকস এর শ্রমিক ইয়াদ আলী সিকদার বলেন, ২০/২৫ জন মোটরসাইকেল নিয়ে এসে ভাটার উপরে উঠে আগুন নিভায় দিছে, কয়লা ফালাই দিছে। ওখানে কয়েকজনরে চর থাপ্পর মারছে, গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারছে। পরে আবার নিচে আইসা আমাদের মারধর করছে। আমারে পায়ের মধ্যে বাড়ি মারছে৷ আমি হাটতে পারি না এখন। আমাদের থাকার ঘরে লাঠি দিয়া বাড়ি দিছে, ইট মোক্কাই (ছুঁড়ে) মারছে টিন ছিদ্র হইয়ে গেছে।
সান ব্রিকস এর পাশেই একটি দোকানে বসে ছিলেন সোমভাগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল মালেক। তিনি বলেন, আমি দোকানেই বসে ছিলাম। মাগরিবের নামাজের সময়ের পরে ১৫/২০টা মোটরসাইকেল আসছে । ইটভাটায় ঢুকছে আবার বের হইয়া চলে গেছে। ভিতরে ভাঙচুর বা কি হইছে আমি কিছুই জানি না।
লামীয়া ব্রিকস এর ম্যানেজার মোঃ হজরত আলী বলেন, আমি সন্ধ্যার দিকে সান ব্রিকস থেকে বের হইয়ে কালামপুর স্ট্যান্ডে গেছি। তখন সান ব্রিকসের ম্যানেজার রুবেল আমাকে ফোন দিয়ে বলল যে এরকম মোটরসাইকেল নিয়ে ৩০/৪০ জন লোক আইছিলো। এসে ভাঙচুর করছে শ্রমিকদের মারধর করে ভাটা বন্ধ করে দিছে। আমি দ্রুত লামীয়া ব্রিকসে এসে দেখি এই ব্রিকসেও ঢুকে ভাঙচুর করে শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দিছে। অফিসের জানালা ভাঙচুর করছে, ক্যাশের তালা ভেঙে ক্যাশ থেকে ৪ লাখ ১৬ হাজার টাকা ছিলো সব নিয়ে গেছে।
ইটভাটার মালিক আব্দুল লতিফ জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এমএ মালেকের ট্রাক প্রতীকের সমর্থক ছিলেন। তার গ্রামেরই বাসিন্দা সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন ছিলেন নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক। নৌকা বিজয়ী হওয়ার পর সোমবার রাতে চেয়ারম্যান আওলাদ হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দুটি ইটভাটার শ্রমিকদের মারধর করে ও অফিস কক্ষ ভাঙচুর চালিয়ে টাকা লুট করে।
এ বিষয়ে সোমভাগ ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম শেখ বলেন, আমরা বিষয়টি জানার পরই ঘটনা স্থল পরিদর্শন করেছি। ভাটা শ্রমিকদের কাজ করতে বলে এসেছি এবং ভাটার মালিক কে লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।