নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা জলসিড়ি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন।
মর্মান্তিক এ দুর্ঘটানাটি ঘটে রবিবার (২১ জানুয়ারি) বিকাল ৪ টা ৩৪ মিনিটে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া রিয়াজ উদ্দীন মাস্টারের বাড়ির সামনের এলাকায়।দুর্ঘটনার পরই বাস ফেলে পালিয়েছে বাস চালক ও হেলপার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান,ঢাকা থেকে ছেড়ে আসা জলসিড়ি যাত্রীবাহী বাস ২০জন যাত্রী নিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাঙালিয়া রিয়াজউদ্দীন মাষ্টারের বাড়ির সামনে,পাশের খাদের পানিতে পড়ে উল্টে যায়।পরে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।
এসময় তারা বাসে থাকা অন্তত ১৭ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।পরে তাদের সঙ্গে এসে উদ্ধার কাজে অংশগ্রহণ করেন পাকুন্দিয়া থানা পুলিশ।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)নাহিদ হাসান সুমন,বলেন সড়কে বাস উল্টে খাদে পড়ার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমরা দুর্ঘটানস্থলে ছুটে যাই। বাসের চালক ও হেল্পার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত