মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি:
খুলনা জেলা
পরিষদের জায়গা উদ্ধার করেছেন খুলনা জেলা পরিষদ সদস্য নাহার আক্তারের কঠোর ভূমিকায় রেখে
কপিলমুনি বালুর মাঠ নামকস্থানের জেলা পরিষদের বেদখলীয়
জায়গা দীর্ঘদিন ধরে কিছুলোক ভোক করে আসছিলেন খুলনা জেলা পরিষদের জায়গাটি উদ্ধার করেছেন সম্প্রতি সময়ে নাহার আক্তারের নেতৃত্বে জেলা পরিষদ ও স্থানীয় সার্ভেয়ার সরেজমিনে পরিমাপ করলে জেলা পরিষদের জায়গা বেদখলীয় হওয়ার বিষয়টি ধরা পড়ে। এরপর একাধীক জরিপ মাপ শেষে সীমানা নির্ধারণ করে স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গের উপস্থিতে পিলার বসিয়ে দেওয়া হয়েছে। এব্যাপারে জেলা পরিষদ সদস্য নাহার আক্তার বলেন, দীর্ঘদিন ধরে কিছুলোক পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারস্থ বালুর মাঠ নামকস্থানে অবস্থিত জেলা পরিষদের জায়গা অবৈধ ভাবে দখল করে ঘর তৈরী করে অন্যত্র ভাড়া দিয়ে আসছিল। বিষয়টি আমাদের নজরে আসলে আমরা সার্ভেয়ার নিযুক্ত করে জায়গা পরিমাপ করা হয়। পরিমাপ পূর্বক জেলা পরিষদের জায়গার সীমানায় পিলার পুতে দেওয়া হয়। এরমধ্যে এক চা দোকানী রয়েছে। আমাদের জায়গার ভিতরে যদি কেহ অবস্থান করে থাকে তাহলে সে ফ্রিতে ব্যবসা করবে। কাওকে কোন টাকা দেওয়া যাবেনা। জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদের প্রতিশ্রুতিই আমাদের প্রতিশ্রুতি। এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা শেখ সালাম উল্ল্যাহ সালাম, জেলা পরিষদ সার্ভেয়ার হাসান, ব্যবসায়ী নেতা শেখ আনারুল ইসলাম, সার্ভেয়ার রহমত আলী, আসলাম হোসেন, শেখ তৈয়বুর হোসেন রকি, হাফিজুর রহমান ও জাকির হোসেনসহ স্থানীয় ব্যাক্তিবর্গ সহ অনেক প্রমুখ ।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত