নাঈম ইসলাম (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদীতে আজ গণহত্যা দিবস। ১৯৭১ সালে ২৪ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী কটিয়াদীতে প্রথম হানা দিয়ে নির্বিচারে গুলি করে ১১ জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে। জ্বালিয়ে দেয় বহু ঘরবাড়ি ও দোকানপাট। এই শহীদদের স্মরণে কটিয়াদী আড়িঁয়ল খাঁ নাদের তীরে, কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মুখ সংলগ্ন বৈদ্য ভুমিতে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হলেও অযত্ন আর অবহেলায় সেটিও প্রায় জরা জীর্ণ হয়ে পড়েছে এবং ঐদিনের অনেক শহীদের নাম উক্ত স্মৃতিস্তম্ভে অন্তর্ভুক্ত হয়নি।
বধ্যভূমিটি কটিয়াদী মডেল থানার পূর্ব দিকে ও কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত। স্মৃতিস্তম্ভের এই বধ্য ভূমিটি নির্মান হলেও নেই কোন যত্ন।
এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, বধ্যভূমির স্মৃতিস্তম্ভের জায়গাটি, কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হওয়ায়, বধ্যভূমির উন্নয়নমূলক কাজ করতে ব্যাহত হচ্ছে । তারপরও আমরা চেষ্টা করছি কিভাবে বধ্যভূমির উন্নয়ন করা যায়।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত