মোঃ মিজানুর রহমান
ভ্রাম্যমাণ প্রতিনিধ।
গাজীপুরের শ্রীপুরে বইছে নির্বাচনী হাওয়া। আসছে, ২১ মে ২০২৪ ইং রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে জনগণের মাঝে নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পোস্টার,ব্যানার,ফেস্টুন আর কর্মী সমর্থকদের প্রচার প্রচারণায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে নির্বাচনী এলাকা গুলো তে।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী।
১. আলহাজ্ব আব্দুল জলিল- ‘আনারস’ প্রতীক
২. জামিল হাসান দুর্জয়- ‘ঘোড়া’ প্রতীক
৩. সাখাওয়াত হোসেন শামীম- ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শ্রীপুরের সাধারণ জনগণ বলছেন ‘আনারস’ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল জলিল এর সাথে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে ‘ঘোড়া’ প্রতীকের প্রার্থী হাসান দুর্জয়ের।
এই দুই প্রার্থী সমানভাবে জনপ্রিয়। শ্রীপুরের মানুষের অতি পরিচিত। স্থানীয় রাজনীতিতে ও সমানভাবে পরিচিত। এই দুই প্রার্থীকে ঘিরে জনসাধারণের আগ্রহ একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। জনপ্রিয়তার দিক দিয়ে কোন প্রার্থীকে পিছনে রাখা সম্ভব না।
শ্রীপুরের ভোটাররা বলছেন নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে।
‘ঘোড়া’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন,
গাজীপুরের সফল ব্যক্তিত্ব, গাজীপুর-৩ আসনে একাধিক বার নির্বাচিত হওয়া এমপি,সাবেক সফল মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা (মরহুম) রহমত আলী সাহেবের পুত্র,গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও ‘প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী’ রুমানা আলী টুসির বড় ভাই জামিল হাসান দূর্জয়।
জামিল হাসান দূর্জয় এর প্রতিদ্বন্দ্বী হয়ে লড়ছেন শ্রীপুরের সুপরিচিত ব্যক্তি, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল।’আনারস’প্রতীকে।
সকল পার্থীর কর্মী সামর্থকরা চাচ্ছেন সুন্দরভাবে যেন নির্বাচন সম্পন্ন হয়।
সকল প্রার্থীর কর্মী সামর্থকদেরই প্রত্যাশা সুস্থ সুন্দর একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে প্রিয় প্রার্থী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হবে।
শান্তিপূর্ণ, সুস্থ, সুন্দর একটি নির্বাচন আশা করছেন শ্রীপুরের জনগণ।
জনসাধারণ বলছেন একটি নিরপেক্ষ,সুষ্ঠু,শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে একজন সৎযোগ্য প্রার্থীর হাতে শ্রীপুর উপজেলা পরিষদের দায়িত্ব দিতে চান।
শ্রীপুরের সাধারণ মানুষজন বলছে আমরা এমন একজনকে নির্বাচিত করব যে শ্রীপুরে মানুষের সাথে মিশে কাজ করবে।শ্রীপুর উপজেলা কে উপশহর গড়ার লক্ষ্যে কাজ করবে। শ্রীপুরে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে। শ্রীপুরের সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এমন সৎ,যোগ্য,নির্ভীক একজন প্রার্থীকে নির্বাচিত করে আমরা তার হাতে শ্রীপুর উপজেলা পরিষদের দায়িত্ব হস্তান্তর করতে চাই।
শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন যেন নিরপেক্ষ,ও সুষ্ঠ, হয় এই প্রত্যাশা করছেন শ্রীপুরের সর্বস্তরের জনগণ।