এম জাফরান হারুন, পটুয়াখালী::
পটুয়াখালীর বাউফলে নির্বাচনী প্রচার-প্রচারণায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। মুখরিত বাউফল উপজেলার জনপথ। আগামী ২১শে মে অনুষ্ঠিত হবে ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারে নেমেছেন প্রার্থীরা। শুরু করেছেন গণসংযোগ। পোস্টার টানানোর পাশাপাশি চলছে প্রচার-প্রচারণা। ইতিমধ্যে দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রয়েছেন উপজেলার প্রতিটি ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী একাংশ এমপি গ্রুপ প্যানেল উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারেফ হোসেন খান আনারস মার্কা প্রতীক নিয়ে, ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান উড়োজাহাজ মার্কা প্রতীক নিয়ে, মহিলা-ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মরিয়ম বেগম নিশু হাঁস মার্কা প্রতীক নিয়ে।
অপরদিকে উপজেলা আ:লীগের একাংশ মেয়র গ্রুপ প্যানেল মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার চেয়ারম্যান পদে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে, ভাইস-চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহামুদ রাহাত জামশেদ তালা মার্কা প্রতীক নিয়ে এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে এ্যাড. ঝর্না বেগম প্রজাপতি মার্কা প্রতীক নিয়ে।
উপজেলা চেয়ারম্যান পদে আরো লড়ছেন, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার খ ম মশিউর রহমান লাভলু বিশ্বাস কাপ-পিরিচ মার্কা প্রতীক নিয়ে ও সজল কুমার হালদার দোয়াত-কলম মার্কা প্রতীক নিয়ে। তবে উপজেলার সাধারণ জনগণ মনে করেন আগের তুলনায় এবার নির্বাচনটা খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ঘটতে পারে সাংঘর্ষিক কিছু।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত