এম জাফরান হারুন, পটুয়াখালী::
পটুয়াখালীর বাউফলে আগামী ২১শে মে-২০২৪ ইং সকাল আটটা থেকে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ৷ অনুষ্ঠিত হবে ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। তাই চলছে ধুমছে জোরেশোরে প্রচার-প্রচারণা। আগে থেকেই জমে রয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ইমেজ। মুখরিত বাউফল উপজেলার প্রতিটা পয়েন্ট ও জনপথ। নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারে নেমে মুখরিত করে রেখেছেন প্রার্থীরা। প্রার্থীদের ছবি ও মার্কায় পোস্টার ব্যানার ফেস্টুনে সয়লাব উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জ, হাটবাজার ও রাস্তা ঘাট। চলছে দেদারসে প্রার্থীদের গুনগান ও মার্কা নিয়ে মাইকিং। একেরপর এক করে যাচ্ছেন গণসংযোগ সহ বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ও বিভিন্ন বাড়িতে বাড়িতে উঠান বৈঠক।
উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রয়েছেন উপজেলার প্রতিটি ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী একাংশ এমপি গ্রুপ প্যানেল উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারেফ হোসেন খান আনারস মার্কা প্রতীক নিয়ে, ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান উড়োজাহাজ মার্কা প্রতীক নিয়ে, মহিলা-ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মরিয়ম বেগম নিশু হাঁস মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে উপজেলা আ:লীগের একাংশ মেয়র গ্রুপ প্যানেল মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার চেয়ারম্যান পদে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে, ভাইস-চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহামুদ রাহাত জামশেদ তালা মার্কা প্রতীক নিয়ে এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে এ্যাড. ঝর্না বেগম প্রজাপতি মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কিন্তু এদিকে উপজেলা আ:লীগের একাংশ মেয়র গ্রুপ প্যানেল থেকে বিভিন্ন গণসংযোগ ও পথসভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল বারবার তার বক্তব্যে বলেন এবার নির্বাচনে' খেলা হবে '। তারই ধারাবাহিকতায় উপজেলা আওয়ামী লীগের একাংশ এমপি গ্রুপ প্যানেলের নেতাকর্মীরা বিভিন্ন বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে ' খেলা হবে ' এমন বক্তব্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তারা বলেন এবার নির্বাচনে ' খেলব ', খেলা যেহেতু হবে আমরাও খেলব।
মেয়র গ্রুপের খেলা হবে আর এমপি গ্রুপের খেলব বক্তব্যে ভীতরে ভীতরে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। নির্বাচন নিয়ে কেমন যেন ফুঁসে রয়েছেন উভয় পক্ষই।
তবে এদিকে উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে অবসরপ্রাপ্ত উইং কমান্ডার খ ম মশিউর রহমান লাভলু বিশ্বাস কাপ-পিরিচ মার্কা প্রতীক পেয়ে ঠান্ডা মাথায় এ সুযোগে তার নেতাকর্মী নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে, রাস্তা ঘাট, হাটবাজার, পাড়া-মহল্লায় সহ ভোটারদের ধারেধারে সরাসরি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যেন তার ভীতরে নেই কোনও ক্ষোভ বা বিরক্তির চিহ্ন।
এদিকে উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে সজল কুমার হালদার দোয়াত-কলম মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে উপজেলার সাধারণ জনগণ মনে করেন আগের তুলনায় এবার নির্বাচনটা খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ঘটতে পারে সাংঘর্ষিক কিছু।
ইতিমধ্যে প্রথমে মেয়র গ্রুপ প্যানেলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব হাওলাদার ও পরে এমপি গ্রুপ প্যানেলের চেয়ারম্যান প্রার্থী মোঃ মোশারেফ হোসেন খান, ভাইস-চেয়ারম্যান প্রার্থী মোঃ আনিচুর রহমান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তার নিশু সহ স্বতন্ত্র প্রার্থী খম মশিউর রহমান লাভলু বিশ্বাসের বিরুদ্ধে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত