কাতার প্রতিনিধি,মোস্তাক আহমেদ বাপ্পি:
প্রবাস থেকে বৈধ্য পথে রেমিট্যান্স পাঠাতে হলে কাতার রাজধানী দোহার- নাজমা এলাকার প্রাণ কেন্দ্রে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কে এগিয়ে রাখতে ইসলামি এক্সচেঞ্জ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। ইসলামি এক্সচেঞ্জ এর মাধ্যমে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠায় কাতার প্রবাসী বাংলাদেশি জনগণ।
প্রবাসী দের কথা চিন্তা করে বাংলাদেশি গ্রাহকদের উৎসাহিত করতে র্যাফেল-ড্র এর আয়োজন করেছে। ড্র- পুরষ্কার রয়েছে – গোল্ড , মোবাইল, ল্যাপটপ,টিভি সহ বিভিন্ন পুরষ্কার।
বাংলাদেশ সরকার কতৃক ঘোষিত ২.৫ % বোনাস ও পাওয়া যায় ইসলামি এক্সচেন্স এর মাধ্যমে বাংলাদেশে ব্যাংক একাউন্ট ও গোপন নাম্বারে রেমিট্যান্স পাঠালে।
প্রতি বছর বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠায় কাতার প্রবাসী বাংলাদেশি জনগণ।
কিন্তু বর্তমানে অবৈধ পথে লেনদেন করার জন্য কাতার প্রবাসী বাংলাদেশি এই বোনাস থেকে বঞ্চিত হচ্ছে।
রাজধানী দোহার – নাজমা এলাকায় প্রকাশে কিছু ব্যবসায়ি বিকাশ করার কারনে এক্সচেঞ্জ গুলোতে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো থেকে বঞ্চিত হচ্ছে।
এই সমস্যা সমাধানে জন্য কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম সরজমিনে ইসলামি এক্সচেঞ্জ পর্যবেক্ষণ করে এবং অবৈধ ভাবে যারা টাকা লেনদেন করে,তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথা বলে ।
এ সময় ইসলামি এক্সচেঞ্জ কর্মকর্তা বৃন্দ সকলে উপস্থিত ছিলো।
তিনি বাংলাদেশ সরকার কতৃক ২.৫% বোনাস সহ কাতার প্রবাসীদের বহু সুযোগ সুবিধার কথা তুলে ধরেন।
ইসলামি এক্সচেঞ্জ কর্মকর্তা…জাহাঙ্গীর আলম বলেন, আমরা বাংলাদেশ সরকারের অর্থনৈতিক উন্নয়ন কে বৈদেশিক রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে অর্থনৈতিক চাকা সচল রাখতে চাই।
অন্য একজন কর্মকর্তা…আবরার হোসেন বলেন,
আমরা সব সময় কাতার প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠাতে সকল ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে আশা ব্যক্ত করেন।
এ সময় ইসলামি এক্সচেঞ্জ কর্মকর্তাবৃন্দ মান্যবর রাষ্ট্রদূত স্যার কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বর্তমানে কাতারে ৪ টি ইসলামি এক্সচেঞ্জ আছে। দোহা ব্যাঞ্চ,নাজমা ব্যাঞ্চ, সানাইয়া আলাদিয়া ব্যাঞ্চ, শাহনিয়া ব্যাঞ্চ।
সব গুলো ব্যাঞ্চ এ র্যাফেল ড্র এর আওতায় রয়েছে।
এছাড়া ইসলামি এক্সচেঞ্জ এর ম্যানেজার মুদাসির মালিক- মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম স্যার এর সাথে একান্ত সাক্ষাত ও পরামর্শ করেন।
বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্স যোদ্বাদের সকল সুযোগ সুবিধা প্রদান করবে এবং কাতার দূতাবাস সব সময় ইসলামি এক্সচেঞ্জ এর পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন।