আলমগীর কবির: জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করেছেন স্থানীয়রা।
শাহজাহান আলী (৩৯) নামে ওই ব্যক্তিকে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছেন তারা।
বৃহস্পতিবার (৬ জুন) সকালে গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজারে এ ঘটনা ঘটে। আটক শাহজাহান আলী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার টেকরা ছাতিঢেকরা গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ৬ জুন সকালে নাকাইহাট বাজারে বিপ্লব ডেন্টাল কেয়ার খোলা ছিল। এ সময় শাহজাহান আলী নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ডাক্তারের সাথে ধমকাধমকি করে জরিমানা হিসেবে টাকা দাবি করেন। তখন ডাক্তারের সন্দেহ হলে তিনি চেম্বারের বাহিরে গিয়ে জেলা সিভিল সার্জন অফিসে মুঠোফোনে কথা বলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয়দের সহায়তায় শাহজাহানকে আটক করে পুলিশে খবর দেন। পরে এসআই মানিক রানা পুলিশ ফোর্সসহ এসে তাকে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম শাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রতারক শাহজাহানকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের হবে। এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দুইটি মামলা চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত