নাঈম ইসলাম (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই মেসার্স দেবনাথ রাধানাথ রায়ের কীটনাশক ও পেট্রোলের ২টি ব্যবসা প্রতিষ্ঠান। আগুনে অন্তত দেড় থেকে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত মালিক পক্ষের।
ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার বিকাল ৪ টার দিকে কটিয়াদী বীর নোয়াকান্দি গ্রামের মাদকাসক্ত একটি ছেলে মেসার্স দেবনাথ রাধানাথ রায়ের দোকান থেকে পেট্রোল কিনে দোকানের মধ্যেই নিজের গায়ে ঢেলে দিয়ে নিজের গায়েই আগুন ধরিয়ে দেয়। তাতে দোকানে থাকা লোকজন তাকে বাঁচাতে এদিক-ওদিক ছোটাছুটি করতে গিয়ে দোকানে থাকা পেট্রোলে লেগে যায় আগুন। তা থেকে ছড়িয়ে পরে পুরো দোকানটিতে। প্রবল আগুন থাকায় আগুন দ্রুত পাশের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কটিয়াদীরের ফায়ার সার্ভিসের ১টি ইউনিট দীর্ঘ ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কিশোরগঞ্জের-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এ্যাড সোহরাব উদ্দিন , নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মঈনুজ্জামান অপু, কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান ,কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, মহিলা ভাইস চেয়ারম্যান সাথি বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, আগুনের খবর পেয়ে ঘটনারস্থলে আসি,এসে জানতে পারি মাদকাসক্ত এক ছেলে এমন একটি ক্ষতিকারক দূর্ঘটনা ঘটিয়েছে। তাতে কোন প্রানহানী হয়নি। কিন্তু সে ছেলের শরীর অনেকাংশ পুরে গেছে। সে এখন ঢাকা বার্ন-ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ছেলে সুস্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত