নিরেন দাস,বিশেষ প্রতিনিধি:
বগুড়ায় করতোয়া নদীর পার থেকে এক নারীর দুই হাতের কবজি উদ্ধার করছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে শহরের মাটিডালি এলাকা থেকে পলিথিনের ভেতর কাপড়ে মোড়ানো কবজি দুটি উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শহরের মাটিডালি এলাকায় করতোয়া নদীর বেইলি ব্রিজের নিচে একটি পলিথিনের ব্যাগ নদীতে ভেসে যাচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন কিশোর ব্যাগটি পারে তুলে খুলে দেখতে পায় লাল রঙের কাপড়ে মোড়ানোর ভেতর হাতের দুটি কবজি। পরে পুলিশ খবর পেয়ে কবজি দুটি উদ্ধার করে।
শাহিনুজ্জামান আরও জানান, কবজি দুটি কোনো নারীর। এটি দুই–তিন দিন আগের হতে পারে। কার হাতের কবজি তা শনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়। কিন্তু ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। এ জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্তের জন্য সিআইডির একটি টিম ঢাকা থেকে রওনা করেছে। কবজি দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত