আলমগীর কবির: জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার তুলসীর ঘাট সংলগ্ন এলাকায় সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী সোনার ব পরিবহনের একটি বাসের সাথে একজন মোটরসাইকেল আরোহীর মুখোমুখি, সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ও বাসা থাকা যাত্রী ১৫-২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
জানা,যায় অদ্য ০২-০৭-২০২৪ রাত আনুমানিক ১০. ৩০ মিনিটে সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী সোনার বাংলা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস গাইবান্ধা তুলসীঘাট সংলগ্ন এলাকায় বিপরিত দিক থেকে আশা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে করে মোটরসাইকেল আরোহী বাস্টের নিচে চাপা পড়ে ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন।
মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি
এবং বাসতে যাত্রীসহ রাস্তার পাশে উল্টে পরে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়।
আহত যাত্রীদেরকে দ্রুত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।
এবং বাকি যাত্রীদের কে উদ্ধার করার জন্য কাজ করতেছে গাইবান্ধা ফায়ার সার্ভিস এর কর্মীরা আহত ব্যক্তিদের কে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। উক্ত ঘটনাস্থল সার্বিক নিরাপত্তায় কাজ করছে গাইবান্ধা সদর থানা পুলিশ।