নাঈম ইসলাম (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ই সেপ্টেম্বর) বিকেল ৩টায় কটিয়াদী উপজেলাধীন জালালপুর ইউনিয়ন চরঝাকালিয়া রফিক মোড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জালালপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সভায় জালালপুর ইউনিয়ন জামায়াতের আমির বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী জামাল উদ্দিন মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক কাজী সাইফুল্লাহ সহকারী সেক্রেটারী কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী ,অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার আমীর কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী ,অধ্যাপক রফিকুল ইসলাম সাবেক আমীর কটিয়াদী উপজেলা জামায়াত ইসলামী,মাওলানা মাহমুদুল হাসান সেক্রেটারী কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী ,মাওলানা সাইদুল হক বিএসসি সহকারী সেক্রেটারি, কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী ,হাসান আল মামুন সভাপতি ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ দক্ষিণ, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, মাওলানা আলী কাউসার রণি আমীর কটিয়াদী পৌর জামায়াতে ইসলামী, শহিদুল ইসলাম দুলাল, শ্রমিক কল্যাণ সভাপতিসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রূহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত