হৃদয় শিকদার ,নিজস্ব প্রতিবেদক :
সাপের ইনজেকশন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নাই, ভাইয়ের মৃত্যুর অভিযোগ জানান, মৃতের বড় ভাই। মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের কাটাখালী এলাকার মোমিন মোল্যার ছেলে নরসিংহাটি গ্রামের ছিরমান (৩৯) বছর কালকেউটে সাপের কামড়ে আজ বুধবার ১৩ নভেম্বর দুপুর ২টার দিকে মৃত্যু ঘটে। মৃতের বড় ভাই ইরমান মোল্যা জানান, তাকে দুপুরে বাড়ির পাশে মাঠ থেকে ছাগল আনতে গেলে কালকেউটে সাপে কামড় দেওয়ার সংবাদ শুনে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইমারজেন্সি বিভাগে তাকে ভর্তি করান এবং দায়িত্বরত চিকিৎসক তাকে ইনজেকশন স্যালাইন পুশ করার কিছুক্ষণ পরে রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়। আমরা দ্রুত ফরিদপুর হাসপাতালে পৌছালে, সেখানে ডাক্তার এসে জানান, রোগী মারা গেছে।
এদিকে সাপে কাটা রোগীর স্বজনরা অভিযোগে জানান, যদি ঠিকমত ঐ সাপের ইনজেকশন বা এন্টিভোম মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাওয়া যেত তাহলে রোগী মারা যেত না।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত