মাসুদ রানা,পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ
শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি মানুষ এই স্লোগানকে সামনে রেখে পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্র এর আয়োজনে গাইবান্ধার পলাশবাড়ীতে বই পড়ার প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ই নভেম্বর শনিবার সন্ধ্যায় স্থানীয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাইদুর রহমান প্রধান অবসরপ্রাপ্ত শিক্ষক ও সদস্য বিশ্বসাহিত্য কেন্দ্র।
এতে বক্তব্য রাখেন,পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান মিজান, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ প্রভাষক অধ্যক্ষ তাহমিনা বেগম, পলাশবাড়ী পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষিকা তহমিনা বেগম,অলিউল ইসলাম বাদল,আবদুল্লাহ আদিল নান্নু, সোহেল মিয়া,অমূল্য চক্রবর্তী,আমিনুল প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য ছাড়াও,ছাত্র -ছাত্রী, শিক্ষক, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন নবীউল ইসলাম।