তপন দাস , নীলফামারী:
নীলফামারীতে স্কুলে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছে মেহের নেগার মেঘলা (৪৫) নামে এক স্কুল শিক্ষিকা। বুধবার সকালে সৈয়দপুর - ডোমার এশিয়ান হাইওয়ে সড়কের নীলফামারী শহর বাইপাস সড়কের পাঁচ মাথা মোড় নামক স্হানে সড়ক দুর্ঘটনাটি ঘটে । নিহত স্কুল শিক্ষিকা সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের চাপড়া যাদুরহাট এলাকার রাশেদুল ইসলাম সেলিমের স্ত্রী এবং যাদুরহাট সোনামনি কেজি স্কুলের শিক্ষিকা।
পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায় সকালে নিহত মেঘলা তার সহকর্মীর সাথে মোটরসাইকেলে করে পাঁচ মাথার মোড় এলাকা থেকে যাদুর হাট বাজারের দিকে যাচ্ছিলেন এসময় অপর দিক থেকে আসা একটি প্রাইভেট কারের ধাক্কায় তিনি ( মেঘলা) রাস্তায় ছিটকে পড়ে যান এতে তিনি গুরুতর আহত হলে স্হানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত থাকা চিকিৎসক শিক্ষিকা মেঘলা কে মৃত বলে ঘোষণা করেন।
এবিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর সাহেদ মাহমুদ বলেন নিহত মেঘলা মোটরসাইকেল যোগে যাদুর হাট বাজারের দিকে যাচ্ছিলেন এসময় অপর দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাদের মোটরসাইকেলে সজোড়ে ধাক্কা দিলে তারা দুজনে রাস্তায় ছিটকে পড়ে যান এবং দুজনে গুরুতর আহত হলে স্হানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক ঐ শিক্ষিকাকে মৃত বলে ঘোষণা করে। এবিষয়ে আইনি কার্য ক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত