এম জাফরান হারুন, পটুয়াখালী::
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দর বাজারের সাবেক টিন ব্যবসায়ী মোঃ আল আমিন মুন্সি (৩৩) কে আটকিয়ে মোটা অংকের টাকা দাবি সহ মারধর করার অভিযোগ পাওয়া গেছে কসমেটিকস ব্যবসায়ী মোঃ স্বপন তালুকদারের বিরুদ্ধে। এতে ভুক্তভোগী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে ভুক্তভোগী মোঃ আল আমিন মুন্সি বলেন, আমি একসময় কালাইয়া বন্দর বাজারের মার্চেন্ট পট্টিতে টিন ও প্লেনসিটের ব্যবসা করতাম। তার সুবাদে আজ থেকে ৫ বছর পূর্বে কালাইয়া মাছ বাজার সংলগ্ন সাত্তার মাস্টার মার্কেটের বিসমিল্লাহ কসমেটিকস ব্যবসায়ী মোঃ স্বপন তালুকদারের সাথে একটা টাকা পয়সার লেনদেন হয়। করোনা ভাইরাসের কারনে আমার ব্যবসাটি দেউলিয়া হয়ে যায়। পরে কিছু টাকা পাওনা থাকায় স্বপন শালিস মীমাংসা ডাকেন। সেই শালিস মীমাংসার লোকজনদের কথায় যেমন পারি তেমন করে টাকা গুলো পরিশোধ করে দেওয়া হয়।
আল আমিন আরও বলেন, আমি মাছ বাজারে বাজার করতে গেলে হঠাৎ ৪/৫ বছর পর স্বপন তালুকদার আমাকে ধরে টেনে হিঁচড়ে তার কসমেটিকস দোকানে নিয়ে যায় এবং দোকানের সাটার বন্ধ করে পরিশোধ করা টাকা গুলো পুনরায় দেওয়ার জন্য হুমকি দেয়। এবং বিভিন্ন হুমকি ধামকি দেয়। একসময় আমাকে মারধর করে। পরে আমি বর্তমানে একটা টিনের আড়তে চাকরি করি সেই লোকজন কে জানালে তারা আমাকে উদ্ধার করতে আসলে তাদের সাথেও দুর্ব্যবহার করে। যাহার সাক্ষী প্রমাণ রয়েছে। আমি এহেন কর্মকাণ্ডের বিচার দাবি করে থানায় অভিযোগ দিয়েছি।
৫ বছর পূর্বে শালিস মীমাংসাকারীর মধ্যে শালিসদার সাদ্দাম হোসেন মুঠোফোনের মাধ্যমে জানান, আল আমিন মুন্সি ও স্বপন তালুকদারের মধ্যে টাকা পয়সার একটা সমস্যা ছিল। তা আজ থেকে ৫ বছর পূর্বে আমি সহ আরও ৪/৫ জন বসে সেই সময়ই টাকা পয়সার সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে। এখন আবার টাকা পয়সার কথা উঠবে কেন?
অভিযোগের কথা অস্বীকার করে মোঃ স্বপন তালুকদার বলেন, আল আমিনকে কোনো হুমকি ধামকি বা মারধর করিনি। তার কাছে আমি টাকা পাবো তাই তাকে ডেকে আমার দোকানে বসিয়ে কথা বার্তা বলেছি। আল আমিন যে অভিযোগ করেছে তা মিথ্যা বানোয়াট।
এব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন আলম বলেন, অভিযোগ পেয়েছি। এখন সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।