এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির তিন গ্রুপের পৃথক পৃথক ভাবে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি-২৫) তিন গ্রুপের মধ্যে প্রথমে বেলা ১১টার দিকে ইন্জিনিয়ার ফারুক তালুকদার গ্রুপের পক্ষে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীদের নিয়ে একটা মিছিল বের করে গোলাবাড়ি প্রদক্ষিণ করে বাউফল সরকারি হাসপাতাল সংলগ্ন দলীয় কার্যালয়ে মিলিত হয়ে আলোচনা সভা শেষে দোয়া মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।
অতপর বিকেল ৪টার দিকে বাউফল নির্বাচন কমিশন অফিস সংলগ্ন দলীয় কার্যালয়ে সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের পক্ষে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান হাওলাদারের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে একই সময় কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক মু. মুনির হোসেনের পক্ষে বাউফল হাচন দালাল মার্কেট সংলগ্ন পুরাতন হাসপাতাল মাঠে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় আলোচনা সহ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের নেতৃত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত