এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মোঃ তরিকুল শরীফ (২৬) ও তেঁতুলিয়া নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে ট্রলার চালক মোঃ সেন্টু দফাদার (৫০) নামে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৫টার দিকে রাজনগর সরকারি প্রাইমারী স্কুলের সামনে বাউফল-বগা মহা সড়কে মোঃ তরিকুল শরীফের মরদেহটি দেখতে পায় স্থানীয় লোকজন। জানা যায়, সকালে যাত্রী আনার জন্য বাড়ি থেকে রওনা দিয়ে বগা লঞ্চঘাট যাচ্ছিলেন তরিকুল শরীফ। ধারণা করা হচ্ছে ট্রাক বা বাসের চাপায় তার এই মর্মান্তিক মৃত্যু হতে পারে। পরে বাউফল থানা পুলিশের সহযোগিতায় বগা পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে।
তরিকুল শরীফ উপজেলার কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া বাজার এলাকার বাসিন্দা মোঃ আবু বক্কর শরীফের ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালাতো বলে জানা গেছে। তিনি দুই সন্তানের জনক।
এব্যাপারে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনার কারণ নির্নয়ের চেষ্টা চলছে।
এদিকে জানা যায়, বুধবার দিবাগত রাতে ট্রলার চালক সেন্টু দফাদার, জেলে রেজা ও সুজন ফকির নামে তিনজন মাছ ধরার জন্য তেতুলিয়া নদীতে যান। রাত ৩টার পরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অজ্ঞাত দোতলা লঞ্চ তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি উল্টে গেলে রেজা ও সুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সেন্টু দফাদার ট্রলারে থাকা মাছ ধরার জালে পেঁচিয়ে পড়ায় তীরে উঠতে না পারায় তার মর্মান্তিক মৃত্যু হতে হয়েছে। তবে ঘন কুয়াশা থাকার কারনে লঞ্চটি শনাক্ত করা সম্ভব হয়নি বলে স্থানীয় লোকজন জানান। পরে সকাল ৮টার দিকে সেন্টুর মরদেহ উদ্ধার করে কালাইয়া নৌ পুলিশ।
নিহত ট্রলার চালক সেন্টু দফাদার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আওলাদ প্যাদার ছেলে। আর আহতরা হলো- একই ইউনিয়নের মমিনপুর গ্রামের রেজা ও ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের সুজন ফকির।
এব্যাপারে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশের সুরাহাল করা হয়েছে। তবে আমরা ময়নাতদন্তের জন্য মরদেহ আনার চেষ্টা করলে নিহতের পরিবার ময়নাতদন্ত করবে না, তারা কোনো অভিযোগও করবে না জানিয়ে পরিবার লাশটি দাফনের জন্য নিয়ে গেছেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত