মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে অবস্থিত ” নিশ্চিন্তপুর মোহাম্মদী দরবার শরীফ” এর হুজুর জুলফিকুর রহমান বিপ্লব মোহাম্মদী (ওস্তাদ মোহাম্মদী) বলেছেন, যথাযথ কর্তৃপক্ষের এজাজত ও প্রাতিষ্ঠানিক সকল সনদ নিয়েই দীর্ঘদিন ধরে দরবার পরিচালনা করে আসছি।
এখানে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত-অনুসারীরা আসেন। তাদের ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির পথ প্রদর্শণ করা হয়। তারা তাদের জীবন ঘনিষ্ট নানা সমস্যার কথা বলেন এবং হুজুরের কাছে দোয়া প্রার্থনা করেন। সে মোতাবেক আল্লাহর দরবারে দোয়া করা হয়। আল্লাহ যাকে ইচ্ছা রহমত-ক্ষমা করে থাকেন। এর বিনিময়ে কারো কাছে কোন টাকা পয়সা দাবি করা হয়না। যদি কেউ খুশি হয়ে কিছু দেন তা গ্রহণ করা হয়।
ইসলামের উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, যাচাই না করে শুধু শুনে কিছু বিশ্বাস করা ঠিক নয়। তিনি সর্বস্তরের মানুষকে দরবার শরীফ পরিদর্শনের আহবান জানান।